আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার (২৬ মে) সকালে টয়লেটে পড়ে গেলে তার মাথার পেছনের অংশে আঘাত লেগে রক্তপাত হয়। তাৎক্ষণিকভাবে তার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে।
তার আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, কামরুল ইসলাম পাকস্থলীর ক্যান্সারে ভুগছেন। এছাড়াও তিনি নানা জটিল রোগে আক্রান্ত। পরে তাকে কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি কামরুল ইসলামকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখায় দুর্নীতি দমন কমিশন।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, সাবেক এই মন্ত্রীর ১৫টি ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় ১৬ কোটি ৭৭ লাখ টাকা। এরমধ্যে ১৩ কোটিরও বেশি টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। বর্তমানে তার হিসাবে ৩ কোটি ৫৫ লাখ টাকার মতো জমা আছে।
গেল বছরের ২৩ ডিসেম্বর কামরুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
এসকে//