মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে প্রমোট মহিলা হোস্টেলের নিচতলার একটি কক্ষ থেকে সমাজসেবা অফিসের এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পাপিয়া দত্ত (৩০)। রোববার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান।
নিহত পাপিয়া দত্ত খুলনার দৌলতপুর উপজেলার মিঠুন ধরের স্ত্রী এবং মহম্মদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে শিশু সুরক্ষা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পাপিয়া দত্ত হোস্টেলটিতে একাই বসবাস করতেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব বলেন, পাপিয়া দত্ত দীর্ঘদিন ধরে ওই হোস্টেলে থাকতেন। তার ১২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।
এসি//