মার্কিন যুক্তরাষ্ট্র জুতা বা টি শার্ট নয়, ট্যাঙ্ক বানাতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিউ জার্সিতে এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগ মুহূর্তে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র জুতা বা টি শার্ট বানাতে চায় না। তাঁর দেশ সামরিক সরঞ্জাম বানাতে চায়। তাঁর শুল্ক নীতির মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে ট্যাঙ্ক ও প্রযুক্তি পণ্যের উৎপাদন বাড়ানো। এআই প্রযুক্তির প্রসার ঘটানো।
এছাড়া কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের করা এক বক্তব্যেও সমর্থন জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বিশাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি থাকার দরকার নেই বলে গেলো ২৯ এপ্রিল মন্তব্য করেন স্কট বেসেন্ট। এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্সিল অফ টেক্সটাইল অর্গানাইজেশনের সমালোচনার মুখে পড়েন তিনি।
এনএস/