ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং সরকারিভাবে তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবার থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাবেন। এই সুবিধার আওতায় শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী, পুত্র ও কন্যা আসবেন। যদি তারা না থাকেন তবে ভাই বা বোনরাও আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসকে//