দেশজুড়ে

পশুর চ্যানেলে নোঙর করা জাহাজে ডাকাতি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মোংলা সমুদ্রবন্দরের পশুর চ্যানেলে নোঙর করা একটি বাণিজ্যিক জাহাজে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) ভোররাতে এমভি সেঁজুতি’ নামের ওই জাহাজটিতে এ ঘটনা ঘটে।

শিপিং এজেন্ট পিএনএন শিপিং লাইনস লিমিটেড গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছেন, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত জাহাজে উঠে সাতজন নাবিককে জিম্মি করে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে। এছাড়া ডাকাতরা ইঞ্জিন রুম থেকে যন্ত্রাংশ, ব্যাটারি, কম্পিউটার, স্মার্টফোনসহ ১৬ ধরনের মালামাল এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। 

জাহাজটির প্রধান প্রকৌশলী মো. সিরাজুল হক জানান, ডাকাতরা রাত ২টা ৪৫ মিনিটে জাহাজে প্রবেশ করে এবং ভোর ৫টা ৩০ মিনিটে পালিয়ে যায়।

মোংলা বন্দর ও থানার কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও নৌ পুলিশকেও বিষয়টি লিখিতভাবে জানানোর প্রক্রিয়া চলছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মোংলা #পশুর চ্যানেলে নোঙর #এমভি সেঁজুতি’