আবহাওয়া

সন্ধ্যা সুরে বাজবে বজ্রপাত, বৃষ্টির ছোঁয়ায় ভিজবে রাত

বায়ান্ন প্রতিবেদন

আজকের আকাশে রোদের উজ্জ্বল হাসি, বৃষ্টির ছোঁয়া যেন একটু পিছিয়ে গেছে। মেঘের মাঝে এখনও গরমের দাপট আছে, তবে পূর্বাভাসে আছে রাতের দিকে কিছুটা ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা।

মঙ্গলবার (২৭ মে) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানি ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে এই আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। দিন-রাতের তাপমাত্রা বেশিরভাগ জায়গায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই বিভাগগুলোতে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানি এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টি কমে আসতে পারে, আর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #বৃষ্টি