বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রোববার (২৫ মে) বিআরআইসিএমের অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
মালা খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি অননুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। জালিয়াতির মাধ্যমে বিআরআইসিএমে চাকরি নিয়েছেন। গেল ১০ ডিসেম্বর বিআরআইসিএমের ১৩তম পরিচালনা পর্ষদ গঠিত তদন্ত কমিটি এমন অভিযোগের কিছু সত্যতা পেয়েছে। পরে ১৫তম পরিচালনা পর্ষদের সভায় তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে মালা খান জানিয়েছেন, তিনি ষড়যন্ত্রের শিকার ।
বিআরআইসিএম-এর মহাপরিচালক অনুপম বড়ুয়া জানিয়েছেন, সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এসকে//