আন্তর্জাতিক

অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান বানাতে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান তৈরির কর্মসূচিতে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসলামাবাদের সঙ্গে সামরিক সংঘাত ও চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিলো নয়া দিল্লি।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের রাষ্ট্রীয় বিমান গবেষণা ও নকশা কেন্দ্র গবেষণা সংস্থা (অ্যারোনটিকাল ডেভেলপমেন্ট এজেন্সি) এই যুদ্ধবিমান তৈরির কর্মসূচি দেখভাল করছে।

এখন সংস্থাটি বিশ্বের বিভিন্ন প্রতিরক্ষা ফার্মের কাছ থেকে দুই ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানের আদলে বিভিন্ন নকশা জমা দেয়ার আমন্ত্রণ জানাবে। 

ভারতের এই যুদ্ধ বিমান বানানোর কর্মসূচিকে দেশটির বিমানবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভাবা হচ্ছে। বিশেষ করে যখন ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন তাদের বিমানবাহিনীর সক্ষমতা দ্রুত বৃদ্ধি করছে। নয়া দিল্লির আরেক প্রতিদ্বন্দ্বী ইসলামাবাদের কাছে চীনের তৈরি অত্যাধুনিক জে ১০ যুদ্ধবিমান আছে।

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন #যুদ্ধবিমান #ভারত