আন্তর্জাতিক

ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধান চায় ফ্রান্স: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

ইমানুয়েল ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্যে ফ্রান্সের নীতিতে কোন দ্বিচারিতা নেই জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি রাষ্ট্র সমাধান চায় ফ্রান্স।

বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া সফরের সময় এই মন্তব্য করেছেন ম্যাক্রোঁ। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ম্যাক্রোঁ বলেন, শুধুমাত্র রাজনৈতিক সমাধান শান্তি ফিরিয়ে আনতে পারবে। ফিলিস্তিন ও ইসরাইলকে রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ফ্রান্স খুব শীঘ্রই সৌদি আরবকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্কে একটি সম্মেলন করবে। 

ম্যাক্রোঁর এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দিকে ঝুঁকছে। যা ইসরাইলকে ক্রুদ্ধ করতে পারে। পাশাপাশি পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে।

 

এনএস/    

এ সম্পর্কিত আরও পড়ুন #ফ্রান্স #ম্যাক্রোঁ #ফিলিস্তিন