আন্তর্জাতিক

ছেলেকে ভর্তি করায়নি বলেই কি হার্ভার্ডের ওপর ক্রুদ্ধ ট্রাম্প

১৯ বছর বয়সী ছেলে ব্যারনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সরকারী অনুদান একের পর এক বাতিল করছে ট্রাম্প প্রশাসন। আর এই ঘটনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে।

এতে দাবি করা হচ্ছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার ছেলে ব্যারন ট্রাম্প ।

বে এমন তত্ত্ব নাকচ করে মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র নিকোলাস ক্লেমেন্স বলেছেন, ব্যারন হার্ভার্ডে আবেদন করেননি। তিনি নিজে কিংবা তাঁর হয়ে কারও আবেদন করার দাবিও পুরোপুরি মিথ্যা।

গেলো মঙ্গলবার নতুন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ১০০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে হোয়াইট হাউসে বসার পর বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টির ৩ বিলিয়ন ডলারের অধিক অনুদান বাতিল করলো ডোনাল্ড ট্রাম্প।   

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প #হার্ভার্ড #ব্যারন