দেশজুড়ে

বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ ১০ জন আটক

বায়ান্ন প্রতিবেদন

প্রতীকী

বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৮ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল পর্যন্ত চলা এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর সদর ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন জানে আলম সাদিকের নেতৃত্বে শহরের কলোনি এলাকায় একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, বুধবার রাত ১২টার পর থেকে কসাইপাড়া এলাকায় সেনাবাহিনী এ অভিযান শুরু করে। অনেক বাড়ি বাড়িও তল্লাশি চালানো হয়। এ সময় ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, ১৫ কেজি গাঁজা, ১৫০ গ্রাম হেরোইন, চাপাতি, চাকু, কুড়াল, ধারালো দাসহ মোট ৩০টি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে সেনাবাহিনী।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী মাদক কারবারি এবং কিশোর গ্যাংয়ের ৪ সদস্যও রয়েছে। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #বাংলাদেশ সেনাবাহিনী #মাদকবিরোধী অভিযান