দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে৷ ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 শুক্রবার (৩০ মে) রাত ৮ টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের  সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৮ টার দিকে পাগলা বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে বেপরোয়া গতিতে আসা একটি  প্রাইভেট কার ওই মানসিক ভারসাম্যহীন পথচারী নারীকে চাঁপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন৷

 

তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সুনামগঞ্জ