দেশজুড়ে

স্রোতের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গরু চরাতে গিয়ে খালের স্রোতের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গেল শুক্রবার (৩০ মে) বিকালের দিকে গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর শনিবার (৩১ মে) সকালে তিতাস নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মারিয়া (১১) ও তানিয়া (৮)। তারা দুজনেই উপজেলার গোকর্ণ ইউনিয়নের মধ্যপাড়ার বাসিন্দা। তাদের বাবা মিনার আলী কিছুদিন আগে বিদেশে গেছেন। চার ভাইবোনের মধ্যে মারিয়া ও তানিয়া বড় ছিল। 

নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আকাশিয়া বিলে দুই বোন গরু চরাতে যায়। গরু নিয়ে ফেরার সময় বিকেল ৪টার দিকে আকাশে মেঘ হয়। যখন তারা বাড়ি ফিরছিল তখন বেড়িবাঁধ এলাকা দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করে।ওই সময় নদীর প্রবল স্রোত তাদের ভেসে নিয়ে যায়। 

নিহতদের চাচা দুলাল মিয়া বলেন, ওরা গরু আনতে গিয়েছিল। ফেরার সময় স্রোতে ভেসে যায়। আমরা অনেক খোঁজ করেছি। পরে শনিবার সকালে দুই বোনের লাশ ভেসে ওঠে। 

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরদিন সকালে ডুবুরি দল পৌঁছানোর আগেই নিখোঁজ দুই শিশুর মরদেহ পানিতে ভেসে ওঠে। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত করেছে এবং প্রক্রিয়া অনুযায়ী দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #স্রোতের পানিতে ডুবে #দুই বোনের মৃত্যু