বগুড়ায় মাদকবিরোধী অভিযানে তিন পুলিশ সদস্য এবং একজন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মোট ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পরদিন শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত নায়েক আব্দুল আলীম (৩৩), জয়পুরহাট ট্রাফিকে কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেন (৩৭), রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) আব্দুল ওয়াহাব (৪০) , শফিপুর আনসার একাডেমীতে কর্মরত আনসার সদস্য আবু সুফিয়ান (৪২)।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আনসার সদস্য আবু সুফিয়ান জিজ্ঞাসাবাদে জানান, কনস্টেবল সাখাওয়াত হোসেন ও আব্দুল ওয়াহাব ইয়াবা বিক্রি করে বিকাশে টাকা নিতেন। তদন্তে সাখাওয়াতের বিকাশ নম্বর থেকে ২৭ হাজার টাকার লেনদেন শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, বগুড়ার পুলিশ সদস্য আব্দুল আলীম তাদের কাছ থেকে কিছুক্ষণ আগে ১৫০ পিস ইয়াবা কিনেছেন। পরে শহরের নবাববাড়ি সড়কে পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। তার ব্যাগে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পরে আব্দুল আলীমকে দ্রুত বগুড়া পুলিশ লাইন্সে হস্তান্তর করা হয়। অন্য তিনজন ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়। পরে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।
পুলিশ সুপার জেদান আল মুসা জানান, এই চারজন আগে ঢাকায় কর্মরত ছিলেন এবং একে অপরের পূর্বপরিচিত। তবে তাদের অপরাধের দায় বাহিনী নেবে না। তারা রাজধানীতে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। বদলির পরেও তাদের যোগাযোগ বজায় ছিল এবং তারা মাদক কারবারে লিপ্ত ছিলেন। গ্রেপ্তারকৃতদের বাড়ি বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।
তিনি আরও বলেন, তাদেরকে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসকে//