রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে র্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬ জন দালালকে আটক করেছেন। দীর্ঘদিন ধরে ভর্তি বাণিজ্য, প্রতারণা এবং রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠানোর মাধ্যমে অবৈধ অর্থ আদায় করে আসছিল তারা।
রোববার (১ জুন) সকাল ৭ টার দিকে এই অভিযান পরিচালিত হয়,যার নেতৃত্ব দেন র্যাব-২ এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান।
জানা যায়, অভিযানে আটক দালালরা রোগীদের বিভ্রান্ত করে হাসপাতালে চিকিৎসা না পাওয়ার ভয় দেখিয়ে তাদের বেসরকারি ক্লিনিকগুলোতে পাঠানোর চেষ্টা করছিল। এছাড়া তারা নানা ধরনের চিকিৎসাসেবা ও অপারেশন নামে অর্থ সংগ্রহ করছিল।

যৌথবাহিনীর এক সদস্য জানান, দালাল চক্রটি দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় ছিল এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিল। অভিযানে আটক হওয়া ব্যক্তিদের দ্রুত ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়, যেখানে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।
এই অভিযানে র্যাব-২, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা একসঙ্গে অংশ নেন। অভিযান শেষে হাসপাতালের রোগী, তাদের স্বজন এবং চিকিৎসকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দালাল চক্রের কারণে প্রকৃত রোগীরা সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং বিভ্রান্তির কারণে অনেকেই চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিকগুলোতে চলে যাচ্ছিলেন।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসকে//