জাতীয়

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে একটি শক্তিশালী ম্যানুফ্যাকচারিং হাব (উৎপাদনকেন্দ্র) হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (০১ মে) রাজধানীর মাল্টিপারপাস হলে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দিনব্যাপী এ সম্মেলনে চীনের শতাধিক কোম্পানি থেকে প্রায় ২৫০ জন প্রতিনিধি অংশ নেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের রয়েছে বিশাল সম্ভাবনা। তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্যপ্রযুক্তি খাত বিশেষভাবে উল্লেখযোগ্য।’

তিনি জানান, বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ, যার অর্ধেকের বয়স ২৬ বছরের নিচে। এই বিপুল তরুণ জনশক্তি কাজের জন্য প্রস্তুত রয়েছে, যা যেকোনো বিনিয়োগকারীর জন্য এক বিশাল সম্পদ।

চীনা ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আপনাদের ভূমিকা রাখতে হবে।’

চীন-বাংলাদেশ সম্পর্ক ও বাংলাদেশের বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের আরও ভালোভাবে অবহিত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #প্রধান উপদেষ্টা #ড. ইউনুস