ইসরাইলি অবরোধে গাজায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ২০ ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই হাজার টাকা।
উপত্যকাটির বাজারগুলোর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বে সাধারণত প্রতি কেজি আটার দাম ১ দশমিক ৫০ ডলার। সেখানে গাজায় ইসরাইলি অবরোধের কারণে প্রতি কেজি আটার দাম ২০ ডলারে গিয়ে ঠেকেছে। দামের এমন ঊর্ধ্বগতির কারণে উপত্যকাটির পরিবারগুলো অনেক সময় মাত্র এক কেজি আটা দিয়ে দিন পারছে।
বিভিন্ন দাতব্য সংস্থা গাজায় ত্রাণ বিতরণ করছে। তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় অনেককেই বাজার থেকে বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে। এই খাদ্য সংকটের সবচেয়ে ভুক্তভোগী শিশুরা। অনেকেই অর্ধাহারে, অনাহারে দিন পার করছে। অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে অনেকেই।
এনএস/