ব্রাহ্মণবাড়িয়ার বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলপি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। মুহূর্তেই আগুন লেগে বিস্ফোরণের সূত্রপাত হয়।
বুধবার (৪ জুন) ভোররাত ৪টা ৩০ মিনিটের দিকে শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। দুর্বল ও খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলাকালীন ট্রাকটি ভারসাম্য হারিয়ে সামনে থাকা একটি যানবাহনের ওপর পড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দূর থেকে দৃশ্যমান ছিল। ঘটনাস্থলে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ছুটে আসে। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০০টির বেশি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এতে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটলেও কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী মাহাবুব রহমান জানান, প্রাইভেটকারটি সড়কের পাশে আটকে ছিল। হঠাৎ একটি ট্রাক এসে তার ওপর উল্টে পড়ে। এরপরই আগুন ধরে যায় এবং একে একে সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। তখন সাথে সাথে ৯৯৯-এ তিনি দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন করেন।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট লোকমান হোসেন জানান, বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে। জানালা দিয়ে তাকিয়ে দেখি রাস্তায় আগুন। এই রাস্তায় বহুদিন ধরেই মেরামতের অভাব আছে। এমনকি প্রায়ই এখনে ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেটকারের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোজাফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুটে যানবাহন পরিচালনার ব্যবস্থা নেয়। ভোর ৬টার দিকে আংশিকভাবে সড়কটি খুলে দেয়া হয় এবং বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ চলতে থাকে।
এসকে//