সরকারে নির্বাচনের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। ৫০টির বেশি রাজনৈতিক দল চায়, নির্বাচন যেন এ বছরের ডিসেম্বরের মধ্যেই হয়। সরকার চাইলে জানুয়ারির মধ্যেও ভোটগ্রহণ সম্ভব ছিল। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (০৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এসব জানান।
তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। ৫০টির বেশি রাজনৈতিক দল চায়, নির্বাচন যেন এ বছরের ডিসেম্বরের মধ্যেই হয়। সরকার চাইলে জানুয়ারির মধ্যেও ভোটগ্রহণ সম্ভব ছিল।’
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, বিচার ও নির্বাচনি সংস্কারসহ বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করে নির্বাচন নিয়ে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনের নির্দিষ্ট দিন পরে জানানো হবে। নির্বাচন কমিশন রোডম্যাপ তৈরি করে যথাসময়ে তা প্রকাশ করবে।’
চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়েও প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন সালাহউদ্দিন। তার মতে, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার আগে সব দলের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল।
এদিকে, প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বন্দরের ব্যবস্থাপনা নিয়ে যে সব কথা ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করছি, তারা বিশ্বের অনেক দেশেই দায়িত্ব পালন করেছে, কোথাও তাদের উপস্থিতি ওই দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেনি।‘
দেশবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানান, ‘অসত্য প্রচারে কান দেবেন না। সরকারের এই উদ্যোগে সমর্থন অব্যাহত রাখুন, অপপ্রচারকারীদের রুখে দিন।’