জাতীয়

সারাদেশে উদযাপিত ঈদ-উল আযহা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা আজ। আরবি মাসের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদ্‌যাপিত হয়। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগ আর উৎসর্গের আদর্শে এই ঈদ উদযাপন করছেন দেশের মানুষ।  মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। 

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে ধর্মপ্রাণ মূসলমানরা এই ঈদ পালন করছেন।  সকালে মুসল্লিরা কাছাকাছি ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিবরা নামাজের খুতবায় কোরবানির তাৎপর্যতুলে ধরেন। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব সবাই এক সঙ্গে নামাজ আদায় করেন। পরে শুভেচ্ছা বিনিময় করেন। 

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসলমানরা। ঈদুল আজহার সঙ্গে রয়েছে পবিত্র হজের সম্পর্ক। মক্কার অদূরে আরাফাতের মাঠে সমবেত হয়ে বিশ্বের সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানরা হজ পালন করেছেন।

স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী গতকাল শুক্রবার (৬ জুন) সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকালে মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করেন। সেখানে তারা পশু কোরবানিসহ হজের অন্য নিয়ম পালন করেন। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে পৃথিবীর অনেক দেশ শনিবার ঈদুল আজহা উদযাপন করেছে। 

ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আল্লাহর আদেশ পেয়ে প্রিয় ছেলে সন্তান ইসমাইলকে আল্লাহর উদ্দেশে কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য ত্যাগের পরীক্ষা। তিনি ছেলেক আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ইসলামে বর্ণিত আছে, ইব্রাহিম (আ:)নিজের চোখ বেঁধে ছেলে ইসমাইলকে জবেহ  করেন। কিন্ত চোখ খুলে দেখেন, ইসমাইলের পরিবর্তে এক পশু কোরবানি হয়েছে। যেটি এসেছিল আল্লাহর পক্ষ থেকে।

সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত পালন করেন সামর্থ্যবান মুসলমানরা। পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামি শরিয়তে। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। 

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে আজ দেশের প্রতিটি শহর, গ্রাম ও পাড়া-মহল্লায় পশু কোরবানি করা হচ্ছে। টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা, আর বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আজহা