গাজার উদ্দেশ্যে জরুরী ত্রাণ নিয়ে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন ত্রাণকর্মী বর্তমানে মিশর উপকূলে পৌঁছেছে। তাদের বহনকারী ম্যাডলিন নামক নৌযানটি যেকোন সময় গাজা উপত্যকায় প্রবেশ করতে পারে। এদিকে নৌযানটিকে ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরাইলি নৌবাহিনী।
শনিবার সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেটা থুনবার্গকে বহনকারী নৌযানটি মূলত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত। তার ত্রাণবাহী নৌযানে রয়েছে— দুধ, প্রোটিন বার, শিশু খাদ্য, ডায়াপার, আটা, চাল, পানি পরিশোধন যন্ত্র, স্বাস্থ্যবিষয়ক সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম।
এদিকে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিইজ অফ গাজা- ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) সদস্য - এক বিবৃতিতে জানায়, তারা নৌযানে থাকা জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ ও অন্যান্য ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংগঠনের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।
সংস্থাটি আরও জানায়, ত্রাণ বহনকারী নৌযানটিকে গাজা উপত্যকায় প্রবেশে বাধা দিলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হবে।
টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হচ্ছে, কোন কারণে গ্রেটা থুনবার্গকে বহনকারী নৌযানকে গাজায় প্রবেশে বাধা পেলে, কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে ইসরাইল।
যুক্তরাজ্যের পতাকাবহনকারী নৌযানটি যেন গাজায় প্রবেশ করতে না এজন্য ব্রিটেন সরকারকে কয়েকবার অনুরোধ জানিয়েছিলো ইসরাইল। তবে তেল আবিবের সেই দাবি প্রত্যাখান করে লন্ডন।
এনএস/