বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে এক শিশু মারা গেছে। নিহতের নাম আদুরী আক্তার(৯)। শনিবার (০৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রবাসী কামরুল শাহাদাত রিপন ও স্ত্রী মোছা. নুরজাহানের একমাত্র মেয়ে ছিল আদুরী। সে স্থানীয় অনুশীলন প্রি-ক্যাডেট নার্সারি স্কুলে পড়তো। বর্তমানে উপজেলা সদরের হিন্দুকান্দি এলাকায় আদুরীর পরিবার বসবাস করে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদ উদযাপন করতে পরিবারের সঙ্গে আদুরী শুক্রবার (০৬ জুন) মায়ের সঙ্গে দাদাবাড়ি ছাগলধরা গ্রামে গিয়েছিল। পরেরদিন সকালে আদুরী অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। হঠাৎ করে সে চোখের নিমিষেই পানির নিচে তলিয়ে যায়। তাকে তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার দেয়। পড়ে বড়রা ঘটনাস্থলে এসে ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আত্মীয়-স্বজনরা কাঁদতে কাঁদতে বলেন, এমন ঈদ যেন আর কারও না হয়।
ওসি জামিরুল জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মেয়েটির মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এসকে//