‘দুই টাকায় ঈদ আনন্দ’- এই ব্যতিক্রমী আয়োজন পাবনার বেড়ায় অসহায় ও গরিব মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছে ঈদের আনন্দ। টিফিনের টাকা জমিয়ে গড়া একটি শিক্ষার্থী সংগঠনের মানবিক এই উদ্যোগে মাত্র দুই টাকায় মিলেছে চাল, ডাল, পেঁয়াজ, লবণ, চিনি—সহ নানা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
শুক্রবার (০৬ জুন) বেড়া পৌরসভার সান্যালপাড়া ঈদগাহ মাঠে এই মেলার আয়োজন করে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনটি।
বেড়া উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম। মেলার সভাপতিত্ব করেন বেড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাজী মো. ইউনুছ আলী ও বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির।
এই আয়োজনে গরিব ও অসহায় মানুষের হাতে তুলে দেয়া হয় ‘ঈদের আমেজ’। প্রতীকী দুই টাকায় খাদ্যসামগ্রী কেনার সুযোগ পান তারা। তবে শুধু উপস্থিত হলেই নয়, আগে থেকেই স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে প্রকৃত অসহায়দের খুঁজে বের করে চাহিদাভিত্তিক টোকেন সরবরাহ করেন। সেই টোকেন জমা দিয়েই তারা অংশ নেন এই মেলায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন জিম জানান, ‘২০১৬ সাল থেকে আমরা এই কাজ করছি। এবার প্রায় ৬০০ পরিবারকে এই ‘দুই টাকায় ঈদ আমেজ’ কর্মসূচির আওতায় সহায়তা করেছি। যারা সামর্থ্যবান, তাদের এখানে অংশ নেওয়ার সুযোগ নেই।’
টিফিনের টাকা জমিয়ে শুরু করা এই উদ্যোগ এখন রূপ নিয়েছে একটি মানবিক আন্দোলনে। শিক্ষার্থীরা শুধু ঈদের সময়ই নয়, সারা বছর নানা রকম সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন। তারা বিতরণ করেন দুই টাকার ত্রাণ ও শীতবস্ত্র, পরিচালনা করেন পাঠাগার ও এতিমখানা।
এই উদ্যোগের জন্য সংগঠনটি সম্প্রতি ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে। স্থানীয়ভাবে যেমন এটি প্রশংসিত, তেমনি দেশের বিভিন্ন জায়গা থেকেও মিলছে প্রশংসা।
এসি//