ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির কার্যক্রম অব্যাহত রয়েছে। ইসলামি শরিয়ত অনুযায়ী ঈদের দিনসহ পরবর্তী দুই দিন, অর্থাৎ ১২ জিলহজ পর্যন্ত কোরবানি করার সুযোগ থাকায় অনেকেই আজ রোববার (০৮ জুন) কোরবানি করছেন।
বিশেষ করে যারা ঈদের প্রথম দিন শনিবার (০৭ জুন) কসাই সংকট, ব্যস্ততা কিংবা সময়ের অভাবে কোরবানি করতে পারেননি, তারা দ্বিতীয় দিনে পশু জবাই করছেন।
পুরান ঢাকা, লালবাগ, টিকাটুলী, মুগদা ও বাসাবোসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই কোরবানির পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণের কাজ চলছে।
এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন জানিয়েছে, ঈদের প্রথম দিনের কোরবানির বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, রাজধানীর বাসিন্দারা যেহেতু পর্যায়ক্রমে কোরবানি করছেন, তাই সোমবার (০৯ জুন) পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ চালিয়ে যাবেন। এতে নগরবাসী সুবিধামতো সময়ে কোরবানি দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং সিটি করপোরেশনও যথাসম্ভব দ্রুততার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার কাজ পরিচালনা করছে।
এসি//