কলোম্বিয়ার রাজধানী বোগোতার এক জনসভায় দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া মিগুয়েল উরিবে তুরবাইকে গুলি করে আহত করা হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে তিনি একটি পার্কে জনতার সামনে বক্তব্য দিচ্ছিলেন। তখন হঠাৎ করেই একজন ব্যক্তি তার ওপর গুলি চালায়।
পুলিশ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে। তবে কেন এমনটি ঘটেছে তা এখনও (বিবিসি) স্পষ্টভাবে জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উরিবের মাথায় দুইটি গুলি এবং হাঁটুতে একটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সান্তে ফে ক্লিনিকে ভর্তি করা হয়,যেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
উরিবের স্ত্রী মারিয়া ক্লদিয়া তারাজোনা দেশবাসীর কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে জনসভায় ভয়াবহ আতঙ্ক ছড়ায় এবং উরিবে মঞ্চে লুটিয়ে পড়েন।
উরিবের দল ‘সেন্ট্রো ডেমোক্রাটিকো’ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা শুধু একজন নেতার নয় কলোম্বিয়ার গণতন্ত্রের ওপরও আঘাত।
কলোম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রশাসন এই ঘটনার বিরোধিতা করে বলেন, এটি গণতন্ত্রের বিরুদ্ধে একপ্রকার হিংস্র বার্তা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টুইটারে লিখেছেন, উরিবের ওপর হামলা গণতন্ত্রের ওপর সরাসরি হুমকি।
এসকে//