কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী (৭০)। গেল শনিবার (০৭ জুন) রাত ১১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যু হয়।
গণমাধ্যমকে কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছে।
ফরিদ আহমেদ বলেন, গেল ২২ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অচেতন হয়ে পড়েন কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন। প্রথমে তাকে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালের আইসিইউত স্থানান্তর করা হয় তাকে। সেখানে ২৪ মে তার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। এরপর তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
গত রাতে নাসরিন সিদ্দিকীর মরদেহ কাদের সিদ্দিকীর বাসভবন 'সোনার বাংলা' টাঙ্গাইল শহরে নিয়ে আসা হয়। রোববার (০৮ জুন) দুপুর ১২টায় 'সিদ্দিকী কটেজ' এ মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানেই জোহরের নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে কালিহাতি উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও বলেন, স্ত্রী নাসরিনের মৃত্যুর সময় স্বামী কাদের সিদ্দিকীসহ পরিবারের সদস্যরাও তার পাশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাসরিন সিদ্দিকী টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর মেয়ে ছিলেন। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন।
এসকে//