মৌলভীবাজারে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (০৭ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার শ্যামেরকোনা এলাকার বনগাঁওয়ে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবের মিয়া (২২) এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮)। অন্যদিকে, আহত হয়েছেন মাহবুব মিয়া (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, জুবের ও কামরুল মোটরসাইকেল নিয়ে কমলগঞ্জ থেকে মৌলভীবাজার শহরের দিকে যাচ্ছিলেন। তারা শ্যামেরকোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তিনজনই গুরুতর আহত হন।এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা জুবের ও কামরুলকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আহত মাহবুবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয় ।
এসকে//