বিনোদন

জনপ্রিয় টিকটকার খাবি লামের গ্রেপ্তারের দাবি,যা জানা গেল

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ছাড়াই একাধিক জটিল সমস্যার সমাধান সহজভাবে তুলে ধরার জন্য জনপ্রিয় টিকটকার খাবি লামে (Khaby Lame) সম্প্রতি গ্রেপ্তারের গুজবের শিকার হয়েছেন। সেনেগাল বংশোদ্ভূত এই টিকটক তারকা, যিনি এক কথায় সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দ্বারা গ্রেপ্তার হওয়ার খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে ওয়েবসাইটের একটি স্ক্রিনশট ইন্টারনেটে প্রকাশ পায়। সেখানে দাবি করা হয়েছে, এই টিকটকার ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং যুক্তরাষ্ট্রে তার অবৈধ অবস্থান এবং গ্রেপ্তারের খবরও ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লো বাউডনও এই একই স্ক্রিনশটটি শেয়ার করেন।

এমন গুজব ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে কিছু সময় পরেই জানা যায় যে, খাবি লামে গ্রেপ্তার হননি। টিকটক তারকা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, আইসিই তাদের ওয়েবসাইটে এই গ্রেপ্তারের বিষয়ে কোনও তথ্য নিশ্চিত করেননি।

আইসিই আরও বলেন, খাবি লামের যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাই তাকে ইমিগ্রেশন বিষয়ে কোনও সমস্যা ছাড়াই দেশে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এর ফলে তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।

খাবি লামে ২০২২ সালে সেনেগাল থেকে ইতালিতে আসেন এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন। পরে ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর পর টিকটক ক্যারিয়ার শুরু হয়েছিল তার, যখন তিনি নিজের চাকরি হারিয়েছিলেন। ছোট ছোট ভিডিওর মাধ্যমে সাধারণ জীবনযাত্রার সমস্যাগুলো সহজ সমাধান প্রদর্শন করে তিনি দ্রুতই সকলের প্রিয় হয়ে ওঠেন।  

২০২২ সালের জুনে টিকটকের সর্বাধিক ফলোয়ারধারী ব্যক্তি হিসেবে স্বীকৃত হন তিনি। তার ভিডিওগুলোতে প্রায় ১৬২ মিলিয়ন মানুষ ফলোয়ার হিসেবে রয়েছেন, যা তাকে বিশ্বের অন্যতম বড় সোশ্যাল মিডিয়া সেলেব্রিটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 

খাবি লামে তার পোস্টের টিকটকের মাধ্যমে বড় মাপের অর্থ উপার্জন করেছেন। ফ্যাশন ব্র্যান্ড হুগো বস, অনলাইন গেম ফোর্টনাইট এবং রিটেইল প্রতিষ্ঠান ওয়ালমার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ব্র্যান্ড চুক্তি স্বাক্ষর করে প্রতি পোস্টে ৭ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত আয়ও করেছেন তিনি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১৬ মিলিয়ন ডলার।

খাবি লামে শুধু সোশ্যাল মিডিয়াতে টিকটকার হিসেবেই নয় বরং তিনি নিজের দক্ষতায় অভিনয়েও সফল হয়েছেন। ২০২৪ সালে তার প্রথম সিনেমা ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’ মুক্তি পেয়েছে। যেখানে এই অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে তার অভিষেক ঘটিয়েছেন। এছাড়া টুবি সিরিজ ‘খাবি ইজ কামিং টু আমেরিকা’ শোতে তিনি অভিনয় করেছেন। এর পাশাপাশি ‘ইতালিয়াস গট ট্যালেন্ট’ শোয়ের বিচারক হিসেবেও তিনি কাজ করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে খাবি লামে ওয়েন্ডি থেম্বেলিহলে জুয়েলকে বিয়ে করেন। কিন্তু ২০২৪ সালের মে মাসে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এছাড়া তিনি ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ এবং ফরচুনের ‘ফোর্টি আন্ডার ফোর্টি’ তালিকায়ও স্থান পেয়েছেন। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #খাবি লামে #টিকটকার