আন্তর্জাতিক

শিগগিরই ইসরাইল ত্যাগ করবেন গ্রেটা থুনবার্গসহ ১২ অধিকারকর্মী

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের আটক ১২ জন অধিকারকর্মী শিগগিরই ইসরায়েল ত্যাগ করতে পারেন। বৃহস্পতিবার (০৬ জুন) এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, আটক অধিকারকর্মীদের ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন শীঘ্রই ইসরায়েল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। তবে যেসব অধিকারকর্মী নিজেদের ফেরত পাঠানোর নথিপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তাদের ইসরায়েলি বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে এবং এরপর আদালতের অনুমোদন নিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। 

এদিকে ইতালি থেকে ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে রওনা হয়েছিল ম্যাডলিন জাহাজটি, যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত। 

জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় গাজা থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে ইসরাইলি নৌবাহিনী কর্তৃক আটকে দেওয়া হয়। পরে অধিকারকর্মীসহ জাহাজটিকে ইসরাইলের বন্দরে নিয়ে আসা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আটক হওয়া অধিকারকর্মীদের মধ্যে সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ছাড়াও আরও ১১ জন অধিকারকর্মী ছিলেন। তাদের নিজ নিজ দেশের দূতাবাস কর্মকর্তারা বিমানবন্দরে এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতিবেদনে জানা যায়, আটককৃত ১২ জনের মধ্যে অধিকাংশই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য। তবে তাদের জন্য ইসরায়েলি সরকারের সিদ্ধান্ত এখনো স্পষ্ট হয়নি। 

এসকে//  

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইলি #গাজা #গ্রেটা থুনবার্গ