আন্তর্জাতিক

জাপানের জলসীমায় চীনের বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

চীনের দুইটি বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের জলসীমায় মহড়া চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে  এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সোমবার চীনের শানডং ও আরও চারটি নৌযান জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকার (ইইজেড) মধ্যে প্রবেশ করে।  

বিমানবাহী রণতরী থেকে বেশ কয়েকটি যুদ্ধবিমান ও উড়োজাহাজ প্রশান্ত মহাসাগরের  উত্তরে ওকিনতরি দ্বীপে উড্ডয়ন ও অবতরণ করে।   

এর আগে, জাপানের কর্মকর্তারা জানান, চীনের লিয়াওনিং নামের পুরাতন বিমানবাহী রণতরী মিনামিতোরিশিমা দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে।

এ ব্যাপারে জাপানের মুখ্যসচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, চীনের যুদ্ধজাহাজের উপস্থিতির পরিপ্রেক্ষিতে টোকিও নজরদারি বাড়িয়েছে। এছাড়া বেইজিংয়ের কাছ একটি যথোপযুক্ত বার্তা’ পাঠানো হয়েছে। তবে কি বার্তা পাঠানো হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এনএস/ 

  

এ সম্পর্কিত আরও পড়ুন #জাপান #চীন #বিমানবাহী রণতরী