জাতীয়

আজ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জানা গেছে, লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিজেই প্রধান উপদেষ্টার হাতে এ সম্মানজনক পুরস্কার তুলে দেবেন।

শুধু পুরস্কার গ্রহণ নয়, আজকের দিনটি ড. ইউনূসের জন্য কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। তিনি বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোলির সঙ্গেও তার বৈঠক নির্ধারিত রয়েছে।

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাজ্য #কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড #ড. মুহাম্মদ ইউনূস