ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় খগেন্দ্রনাথ মাহাতো নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত খগেন্দ্রনাথ মাহাতো উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের বাসিন্দা রংলাল চন্দ্র মাহাতোর পুত্র।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে মহাসড়কের পল্লী বিদুৎ অফিস এলাকায় এই ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খগেন্দ্রনাথ মাহাতো মোটরসাইকেল নিয়ে চান্দাইকোনা থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল। ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডের পল্লী বিদুৎ এলাকায় পৌছলে বগুড়াগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খগেন্দ্রনাথ মাহাতো মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আই/এ