জাতীয়

চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আংশিক চিকিৎসা সেবা চালু

ছবি: সংগৃহীত

দুই সপ্তাহের বেশি সময় ধরে অচলাবস্থার পর রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আংশিক চিকিৎসাসেবা চালু হয়েছে। জরুরি বিভাগ ও বহির্বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য সেবা বন্ধ রয়েছে। এ কারণে রোগীদের ভোগান্তি এখনও পুরোপুরি কাটেনি।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেওয়া শুরু হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে সকাল থেকে হাসপাতালে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যের অবস্থান দেখা গেছে।

এক আনসার সদস্য জানান, আজ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। বহির্বিভাগ চালু হয়েছে। শনিবার থেকে সব সেবা চালু হওয়ার কথা।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম জানান, আজ আংশিকভাবে সেবা চালু হয়েছে। বহির্বিভাগে আসা রোগীদের ঘন্টাখানেক সেবা দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে হাসপাতালের সেবা কার্যক্রম পুরোদমে শুরু করার বিষয়ে আশাবাদী তিনি

এর আগে গত ২৫ মে দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে সঠিক চিকিৎসা না পাওয়া ও অবহেলার অভিযোগ এনে বিষপান করেন সেখানে চিকিৎসাধীন চার জুলাইযোদ্ধা।

পরে গত ২৮ মে জুলাই জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটে। এর জেরে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান।

জানা গেছে, ঈদুল আযহার ছুটির আগে জুলাই আন্দোলনে আহত ৫৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে কয়েকজন ছাড়া অন্য সবাই হাসপাতাল ছেড়ে বাড়ি চলে গেছেন। তবে আহতদের কেউ হাসপাতালের ছাড়পত্র নিয়ে যাননি বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

এদিকে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ছাড়পত্র দিতে বলেছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট