রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে চোখ হারানো

‘বিষপান করা’ সেই চার তরুণের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদক

আহত চার তরুণের খোঁজ খবর নিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিষপাণ করার পর শঙ্কামুক্ত সেই  চার তরুণের  চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।‘আমরা বিএনপি পরিবার’ সেলের মাধ্যমে তাদেরকে এই চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাদের খোঁজ-খবর নিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময়   তাদের পরিবারের প্রতি তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতসহ সার্বিক চিকিৎসার ব্যয়ভাব বহনের বার্তা পৌঁছে দেন তিনি।

শঙ্কামুক্ত ওই চার তরুণ হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)। বর্তমানে তারা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন আছেন।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’রজাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন , বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক যুগ্ম-মহাসচিব ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, ‘ড্যাবের কেন্দ্রীয়  নেতা ডা. মঞ্জুরুল আজিজ ইমন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. তাওহীদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন।

প্রসঙ্গত, রোববার দুপুরে  রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে চলমান বৈঠকের সময়বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো ওই চার তরুণ বিষ পাণ করেন।

এর আগে, হাসপাতালটির পরিচালকের কক্ষে  ওই চারজন দাবি নিয়ে কক্ষে প্রবেশ করেন। এসময় সিইও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে তারা সেখানেই বিষপান করেন। ধারণা করা হচ্ছে, আগে থেকে তাদের কাছে বিষ ছিল।

বিষপানের ঘটনা নিশ্চিত করেছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী। তিনি  গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানে আহত হয়ে ভর্তি থাকা চারজন আজ বিষপান করেছেন। তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে চোখ হারানো আহতরা গণমাধ্যমকে বলছেন, দীর্ঘ নয় মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রতিশ্রুতি দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিষপান