ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ১৯ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় মোট ২২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজার জনসংযোগ কার্যালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্র্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নিহতদের তালিকায় সবশেষ যোগ হয়েছেন আশরাফ আবু নার নামের একজন। গেলো রোববার ইসরাইলি হামলায় তিনি মৃত্যুবরণ করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরাইল।
গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাব অনুযায়ি, গাজায় ১৯ মাস ধরে চলমান হামলায় এখন পর্যন্ত ২২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে সংঘাত শুরুর পর থেকে উপত্যকাটিতে প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে নারী ও শিশুই বেশি। এ সময় আহত হয়েছেন প্রায় ১ লাখ ২৩ হাজার মানুষ।
এমআর//