বিএনপি

বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক

ভারতের  আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক ও এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ শোক ও সমবেদনা জানান।

তারেক রহমান বলেন,  এটা হৃদয়বিদারক যে লন্ডনগামী একটি বিমান বিভিন্ন দেশের ২৪২ জনকে বহন করছিলেন, ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই তা বিধ্বস্ত হয়ে পড়ে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সবাই এই শোকের সময়ে তাদের পাশে দাঁড়াই এবং আমাদের আন্তরিক প্রার্থনা ভাগ করে নিই।

প্রসঙ্গত, আজ দুপুরে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয় এয়ারা ইন্ডিয়ার লন্ডনগামী ৭৮৭-৮ মডেলের একটি ড্রিমলাইনার। বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

এ ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন প্রাণ হারিয়েছেন। অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক যাত্রী।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান