রামেশ কুমার বিশ্বাস (৪০) ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী। তিনি জানয়েছেন, বিমানটি উড্ডয়নের ৩০ সেকেন্ড পর একটি বিকট আওয়াজ হয়। এরপরেই বিমানটা বিধ্বস্ত হয়।
বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
রামেশ জানান, “ উড্ডয়নের ৩০ সেকেন্ড পড়েই একটা বিকট আওয়াজ তিনি শুনতে পান। এরপরেই বিমানটি বিধ্বস্ত হয়। পুরো ঘটনাই খুব দ্রুত ঘটছিল”
তিনি বলেন, “বিধ্বস্তের পরে যখন উঠে দাড়ালাম তখন আশপাশে প্রচুর মৃতদেহ এবং বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ছিলো। খুবই ভীত ছিলাম। উঠে দাড়ালাম এবং হাটা শুরু করলাম। এসময় কেউ একজন আমার হাত ধরলো এবং এ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতালে নিয়ে এলো”
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রামেশ কুমার বিশ্বাস বৃটেনের নাগরিক। তিনি ২০ বছর ধরে সেখানে বসবাস করছেন। তার স্ত্রী ও কন্যা সেখানেই থাকেন। একই বিমানে তার বড় ভাই অজয় কুমার রামেশও (৪৫) ছিলেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
রামেশ আরও জানান, কয়েক দিন আগে তিনি আর তার বড় ভাই ভারতে ঘুরতে এসেছিলেন। স্থানীয় সময় ১-৩৯ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। তিনি ১১ এ নাম্বার সিটে আসন গ্রহণ করেছিলেন। তার ভাই তার সামনের দিকে আসনে বসেছিলেন।
দুর্ঘটনায় রামেশ তার বুক, চোখ এবং পায়ের পাতায় আঘাতপ্রাপ্ত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে রামেশের হেঁটে বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আই/এ