বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ওই আসামির নাম মুরাদুন্নবী নিশান। রোববার (১৫ জুন) দুপুরে বগুড়া সদর উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন-বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম (৪২) এবং কনস্টেবল মানিকুজ্জামান মানিক (৪৫)। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদুন্নবী নিশান মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তবে সে পলাতক থাকায় তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পুলিশ গোপনে তার অবস্থান জানতে পেরে গ্রেপ্তার করার জন্য একটি টিম রোববার দুপুর ১২টার দিকে সাদা পোশাকে মোটরসাইকেলে শিকারপুর পূর্বপাড়া গ্রামে যান। তবে পুলিশ আসার আগেই নিশান পুলিশকে দেখে একটি দোকানে ঢুকে পড়েন। পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করতে চেষ্টা করলে তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে পুলিশকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামান মানিকের হাত ও উরুতে গুরুতর আঘাত লাগে। এতে স্থানীয়রা আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন,বর্তমানে দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করার প্রস্তুতি নেয়া হয়েছে।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান,মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তারে একাধিক পুলিশ টিম মাঠে রয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।
এসকে//