দেশজুড়ে

বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় হয়েছেন আরও ১০ জন। নিহতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ৯ বছরের শিশু রিয়াদ, রামু এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।

সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রামু রশিদ নগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজা থেকে ছেড়ে আসা পূরবী পরিবহনের একটি বাস ও বিপরীত থেকে আসা কার্ভারভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং কাভার্ডভ্যানটি রাস্তার পাশে একটি গাছে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আহতদের বাস কেটে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। প্রশাসনের কঠোর নজরদারি ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #বাস