বিনোদন

তবে কি ডন রূপে দেখা যাবে দক্ষিনী অভিনেত্রী আনুশকাকে!

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি আবারও আলোচনায়। ‘বাহুবলী’ খ্যাত এই তারকাকে এবার দেখা যেতে পারে এক ভিন্ন চরিত্রে।

এবার তিনি পর্দায় হাজির হবেন ডনের চরিত্রে। যদিও বিষয়টি এখনো নিশ্চিতভাবে প্রকাশ পায়নি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে এমনটাই ইঙ্গিত মিলেছে। ২০১৯ সালের তামিল অ্যাকশন থ্রিলার ‘কাইথি’ সিক্যুয়াল নির্মাণের প্রস্তুতি চলছে। সিনেমাটির পরিচালনায় রয়েছেন লোকেশ কানাগরাজ।

যিনি এই সিনেমার মাধ্যমেই ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’ (এলসিইউ) এর যাত্রা শুরু করেন। খবর ছড়িয়েছে নতুন কিস্তিতে আনুশকা শেঠি যুক্ত হবে। যদিও কেমন হবে তার চরিত্র ডন না কি মূল চরিত্র অর্থাৎ,কার্তির স্ত্রী তা এখনো নিশ্চিত নয়।

তবে ধারণা করা হচ্ছে, এ সিনেমায় আনুশকাকে শক্তিশালী ডন চরিত্রে দেখা যেতে পারে।

প্রথম কিস্তি ‘কাইথি’তে কোনও নারীপ্রধান চরিত্র ছিল না। তবে একজন বাবার লড়াইকে কেন্দ্র করে গল্পটি ঘুরপাক খেয়েছিল। যিনি নিজের মেয়েকে রক্ষা করতে নিজের জীবন বাজি রাখেন। কিন্তু সিক্যুয়ালে একটি নারী চরিত্র থাকছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মূল চরিত্রে আগের মতো এবারও থাকছেন কার্তিক শিবকুমার ওরফে কার্তি। ‘কাইথি’ পর এলসিইউতে যুক্ত হয় ২০২২ সালের ব্লকবাস্টার ‘বিক্রম’, যেখানে ছিলেন কমল হাসান, ফাহাদ ফাসিল এবং সুরিয়া। এরপর মুক্তি পায় বিজয় অভিনীত ‘লিও’। প্রতিটি কিস্তিই আর্থিক সাফল্য পেয়েছে এবং এলসিইউ এর জনপ্রিয়তাও বেড়েছে।

উল্লেখ্য, বর্তমানে পরিচালক লোকেশ কানাগরাজ ব্যস্ত আছেন রজনীকান্তকে নিয়ে নির্মিত ‘কুলি’ সিনেমা নিয়ে, যা ১৪ আগস্ট মুক্তি পাবে। এই সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার আমির খানকে। এছাড়া তেলেগু স্টাইল আইকন নাগার্জুনও রয়েছেন। বিভিন্ন গণমাধ্যম সূত্র এমনটাই জানাচ্ছে যে, পরিচালক ‘কুলি’ শেষ করেই ‘কাইথি ২’ এর শুটিং শুরু করবেন।

আনুশকা শেঠিও তার পরবর্তী প্রজেক্ট ‘ঘাটি’ এবং ‘কথানর: দ্য ওয়াইল্ড সকারার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সবমিলিয়ে ‘কাইথি ২’ তে তার চরিত্র কেমন হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে তাকে নতুন রূপে দেখার জন্য অধীর আগ্রহে অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আনুশকা শেঠি #দক্ষিণ ভারত