ফুটবল

ফিফা ক্লাব বিশ্বকাপ

নিউজিল্যান্ডের ক্লাবকে ১০ গোল দিলো বায়ার্ন

নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ফিফা ক্লাব বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোল করা আর সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে। এর আগে টুর্নামেন্টটিতে কোনো দল ৬ টির বেশি গোল করতে পারেনি। আর কোনো দল জিততে পারেনি ৫ গোলের বেশি ব্যবধানে।

 ম্যাচে বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করেছেন জামাল মুসিয়ালা। এ ছাড়া দুটি করে গোল করেছেন কিংসলি কোম্যান, মিশেল ওলিসে ও টমাস মুলার। সাচা বোয়ে করেছেন একটি গোল। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন।

 

তবে এটিই বায়ার্নের সর্বোচ্চ গোলের রেকর্ড নয়।  জার্মান ক্লাবটির ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বড় জয়টি ১৫ গোলের। ১৯৯৭ সালের জার্মান কাপে ওয়াল্ডবার্গকে ১৬-১ গোলে হারিয়েছিল তারা। প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে দলটির সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও এটিই।

এ সম্পর্কিত আরও পড়ুন #বায়ার্ন