আন্তর্জাতিক

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অনুষ্ঠিত এ জনসভায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

রোববার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু। এ তথ্য নিশ্চিত করেছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৪০ জন।

পুলিশ জানায়, থালাপতি বিজয় মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভক্তরা তাকে কাছ থেকে দেখার জন্য ব্যারিকেডের দিকে ছুটে যান। এতে প্রচণ্ড ভিড়ের মধ্যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। অনেকেই অচেতন হয়ে পড়েন এবং মুহূর্তেই ঘটে পদদলনের মর্মান্তিক ঘটনা।

জানা যায়, আয়োজকেরা প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতির অনুমান করলেও সেখানে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়। অতিরিক্ত চাপ সামলাতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ দেশটির শীর্ষ নেতারা। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #থালাপা #থালাপতি #টিভিকে #তামিলাগা ভেট্রি কাজাগম