‘ফাতাহ-১’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে ইরানের হামলাইসরাইলের উদ্দেশে ‘ফাতাহ-১’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ জুন) রাতে এই হামলা চালানো হয়। এই ক্ষেপণাস্ত্রটি যুদ্ধক্ষেত্রে প্রথমবার ব্যবহৃত হলো বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির খবরে জানা গেছে, ২০২৩ সালে ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রটি প্রথম প্রকাশ্যে আনা হয়, যার নাম রেখেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি।
জর্ডানের সংবাদমাধ্যম রয়াল নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাতের ওই হামলায় মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। হামলার পরপরই তেলআবিবসহ একাধিক শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরে আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের ছায়া দেখা গেছে। তেহরান থেকে ছোঁড়া এক হামলায় ইসরাইলের একটি পার্কিং এলাকায় আগুন লেগে যায় এবং প্রায় ২০টি গাড়ি পুড়ে যায়।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের ছোড়া নতুন ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে, পাল্টা আঘাতে ইরানেও শুরু হয় বিস্ফোরণের শব্দ। বিশেষ করে রাজধানী তেহরান ও আশপাশের শহর রাতভর কেঁপে ওঠে বিস্ফোরণে।
রয়টার্স জানায়, ইসরাইলের সর্বশেষ হামলার অন্যতম লক্ষ্য ছিল খোজির একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, যা ইরানের ব্যালিস্টিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি, তেহরানের উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়েছে, যা ইসলামিক রেভোলিউশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হয়।
এমএ//