ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর পর এবার মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি ঘোষণা করেন, ‘যুদ্ধ শুরু হয়েছে।’
ইরান ইন্টারন্যাশনালের অনুবাদ অনুযায়ী, পোস্টে তিনি লেখেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধের সূচনা হলো।’ এখানে ‘হায়দার’ বলতে বোঝানো হয়েছে হযরত আলীকে, যিনি শিয়া মতানুসারে প্রথম ইমাম এবং নবী মুহাম্মদের (সা.) সরাসরি উত্তরসূরি।
পোস্টটির সঙ্গে শেয়ার করা ছবিতে দেখা যায়, এক ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে একটি দুর্গের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন, আর আকাশে জ্বলন্ত আলোর রেখা। চিত্রটি যুদ্ধের এক প্রতীকী দৃশ্য বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আরেকটি পোস্টে খামেনেয়ি আরও স্পষ্ট ভাষায় বলেন, ‘সন্ত্রাসী ইহুদি শাসনের বিরুদ্ধে আমাদের কঠোর প্রতিক্রিয়া দেখাতে হবে। ইরান কখনোই ইহুদীবাদীদের সঙ্গে আপসে যাবে না।’
এর ঠিক আগেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন এবং জানান, খামেনেয়িকে হত্যার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই হুমকির প্রেক্ষিতেই খামেনির এ ধরনের সরাসরি বার্তা প্রথমবারের মতো সামনে এল।
এমএ//