ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুসে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এসময় তারা প্রথমে বিমান হামলা চালিয়ে ও পরে গুলি করে ৫১ জনকে হত্যা করে। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।
বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, গাজার খান ইউনুসে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরাইল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এপি জানায়, প্রথমে ঘটনাস্থলে নিকটে বিমান হামলা চালায় ইসরাইল। এরপর ভিড়কে লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি সেনা।
গেল ২০ মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। বর্বর ও নৃশংস এই হামলায় অন্তত ৫৫ হাজার ৪৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে দশ হাজার নারী ও শিশু রয়েছে।
এমএ//