দেশজুড়ে

প্রায় ৩৮ ঘণ্টা পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের নাম সৃজন সাহা (২৮)। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ৩৮ ঘণ্টা পর মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়। 

সৃজন সাহা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। তার বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাশীপুর এলাকায়। বিষয়টি গণমাধ্যমকে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সৃজন গেল রোববার (১৬ জুন) বিকেল ৫টার দিকে তার ছোট ভাই সূর্য সাহার সঙ্গে রূপগঞ্জের ইছাপুরা এলাকায় নানার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আসেন। এরপর সাঁতারের জন্য সৃজন বালু নদীতে নামেন। আর তার ভাই সূর্য নদীর তীরে দাঁড়িয়ে মোবাইল দিয়ে তার ভিডিও ধারণ করছিলেন। ভিডিওতে দেখা যায়, সৃজন কিছুটা দূর সাঁতার কাটার পর হঠাৎই স্রোতে তলিয়ে যান। আর এরপর সেখান থেকে তিনি নিখোঁজ হয়ে যান। সৃজনের নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রথম দিন উদ্ধার অভিযান সফল হয়নি। কারণ নদীর স্রোত ছিল তীব্র এবং অন্ধকারে উদ্ধার কার্যক্রম চালানোও কঠিন ছিল। এরপর প্রায় ৩৮ ঘণ্টা পর মঙ্গলবার সকালে খিলক্ষেত থানার পাতিরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় তার।

ওসি লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার হওয়ার পর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে কোনও আপত্তি না থাকায় তা তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ #মরদেহ উদ্ধার