ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলের অব্যাহত হামলার কারণে বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভার ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরাইলের ইঙ্গিত করে জাখারোভা বলেন, "তারা পারমাণবিক স্থাপনা (এবং) শান্তিপূর্ণ বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করছে। আমি সামরিক স্থাপনা বলতে চাইছি না, বিশেষ করে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ উন্নয়নের সাথে সম্পর্কিত স্থাপনাগুলিতে তারা হামলা করেছে"
তিনি বলেন, "এটি একটি ভয়ানক, রাক্ষসী খেলা যা একটি অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। জাখারোভা আবারও সতর্ক করে দিয়ে পরিস্থিতিকে বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কাছাকাছি বলে উল্ল্যেখ করেন।
ইরান-ইসরাইল উত্তেজনা সত্যেও তিনি জোর দিয়ে বলেন যে কূটনীতির মাধ্যমে এখনও শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান সম্ভব।
আই/এ