সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার চলতি বছরের সর্বোচ্চ ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে
বুধবার (১৮ জুন) পটুয়াখালীর কলাপাড়া আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
সরেজমিনে জানা যায়, টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন নিম্ন আর খেটে খাওয়া মানুষ।
এদিকে উপকূলীয় এলাকায় আরো অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহতে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মৎস্য ব্যাবসায়ী সমিতি মহিপুর এর সাধারন সম্পাদক সমুদ্রের কিনারায় সকল মাছধরা ট্রলারকে সতর্কতার সাথে সাগরে মাছ ধরতে বলা হয়েছে। আর যারা গভীর সমুদ্রে আছে তাদেরকে কিনারায় এসে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আই/এ