অপরাধ

রাজধানীতে ভারতীয় ভিসা জালিয়াত চক্রের সদস্য গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসা ভিসা জালিয়াত চক্রের এক সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা হয়েছে। 

ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টারের সিকিউরিটি ইনচার্জ জান্নাতুল নাইম তাপস জানিয়েছেন, তিনি শিউর সিকিউটি সার্ভিসের এ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেব কর্মরত আছেন। সেই হিসেবে তার কর্তৃপক্ষ তাকে ভাটারা থানা এলাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে সিকিউরিটি ইনচার্জের দায়িত্ব দেয়।

সেখানে দায়িত্ব পালনকালে, তিনি প্রায়ই অভিযোগ পান যে, বদরুল আলম নামে এক ব্যাক্তি ভিসা অ্যাপয়েন্টমেন্ট এর কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে অবৈধভাবে টাকা নিচ্ছে। সবশেষ তার কাছে আব্দুর রাহাত নামে এক ব্যাক্তি অভিযোগ করেন, তার নিজের এবং তার স্ত্রী ফাইজা ইয়াসমিনের ভিসা অ্যাপয়নমেন্ট করিয়ে দেয়ার নামে ৭০ হাজার টাকা নেয় বদরুল। এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করা হয়। পরবর্তীতে অ্যাপয়নমেন্ট কিংবা ভিসা না পেয়ে আবেদনকারী নিশ্চিত হন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন। তার অভিযোগের প্রেক্ষিতে গেল ১৯ জুন বিকেলে অভিযুক্ত বদরুলকে ভারতীয় ভিসা সেন্টারের কাছে কর্তব্যরত পুলিশের সহায়তার আটক করে ভাটার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রাথমিক তদন্ত জানা গেছে, গ্রেপ্তার  বদরুল ও তার সহযোগীর কৌশলে ভারতীয় ভিসা অ্যপয়ন্টমেন্ট ওয়েব সাইট জ্যাম করে রাখে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতারককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারতীয় ভিসা