দেশজুড়ে

এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণ,প্রাইভেট টিউটরের বিরুদ্ধে মামলা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট টিউটরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তের নাম শিশির হালদার। শনিবার (২১ জুন) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সোনারগাঁ থানায় এ বিষয়ে মামলা করেন।

সোনারগাঁর কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা কমল হালদারের ছেলে শিশির। বিষয়টি গণমাধ্যমকে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান নিশ্চিত করেছেন। 

ওসি মফিজুর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দেয়া মামলার অভিযোগ উল্লেখ করে জানান, শিশির যখন প্রাইভেট পড়াতেন তখন  তার মেয়ের সাথে মধুর ব্যবহার ও বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। আর এই প্রতিশ্রুতির ভিত্তিতে শিশির একাধিকবার তার মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এতে পরে শিশিরকে যখন বিয়ের জন্য তাগিদ দেয়া হয়,তখন নানা টালবাহানা শুরু করে সে। এরই মধ্যে ভুক্তভোগীর মেয়ে তিন মাসের গর্ভবতী হয়ে পড়েন। 

অভিযোগ আরও বলা হয়,শিশির তাকে প্রতারণামূলকভাবে ওষুধ খাইয়ে গর্ভপাত করান। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর শিশিরের বাবা কমল হালদার ও তার ভাই পিয়াস হালদারের সঙ্গে ভুক্তভোগীর পরিবার আলোচনার চেষ্টা করে। কিন্তু তারা পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। 

অন্যদিকে, শিশির হালদারের সঙ্গে ফোন বা বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনও সাড়া দেননি। তবে তার বাবা কমল হালদার দাবি করেন,তার ছেলের বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

ওসি মফিজুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এইচএসসি শিক্ষার্থী #বিয়ের প্রলোভন #প্রাইভেট টিউটর